জাতীয় তথ্য বাতায়ন এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর উপজেলা পরিসংখ্যান অফিস, তানোর। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে জাতীয় তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু অধিকাংশ সরকারি দপ্তর তথ্য বাতায়নে নিয়মিত হালনাগাদকরণের অভাবে প্রায়শ:ই নাগরিক সেবা প্রদানে যথাযথ ভূমিকা পালন করতে বাধাগ্রস্থ হয়। সেক্ষেত্রে উপজেলা পরিসংখ্যান অফিস, তানোর এর পরিসংখ্যান কর্মকর্তা জনাব মোসাঃ রেহানা পারভীন লিপি দারুণ উদ্যোগ গ্রহণ করেছেন। যোগদানের পর থেকেই তিনি উপজেলা পরিসংখ্যান অফিসের প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ইতোমধ্যে তিনি স্টাফদেরও দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা।
উপজেলা পরিসংখ্যান অফিস, তানোর এর বাতায়নে প্রবেশ করলেই দেখা যাচ্ছে সুদৃশ্য ব্যানার, টেমপ্লেট, বিভিন্ন দপ্তরের লিংক, নোটিশ বোর্ড এ রয়েছে উপজেলা পরিসংখ্যান অফিস, তানোর কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচীর খবর।
"আইন ও সার্কুলার" সাব মেনুতে রয়েছে 'পরিসংখ্যান আইন ২০১৩' এবং 'পরিসংখ্যান বিধিমালা ২০১৪' । যে কেউ এখান থেকে ডাউনলোড করে সহজেই তা ব্যবহার করতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস